• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুককে অবশ্যই আইনের সামনে দাঁড়াতে হবে: আদালত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল ২০১৮, ২৩:২০

গ্রাহকের অনুমতি ছাড়া অবৈধভাবে ফেসিয়াল রিকগনিশন প্রক্রিয়া শুরু করার জন্য ফেসবুককে আইনের মুখোমুখি হতে হবে। গতকাল সোমবার এমন রুল জারি করেছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। খবর বিবিসি, ব্লুমবার্গের।

মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জেমস ডোনাটো সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালত থেকে এই রুল জারি করেন।

গ্রাহকদের অনুমতি ছাড়া তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্ট্রেচারে কাতরাচ্ছেন রোগী, ফেসবুকে মগ্ন ওয়ার্ড মাস্টার
--------------------------------------------------------

এরমধ্যে রয়েছে ফেসিয়াল রিকগনিশন বা ট্যাগ সাজেশন্স প্রযুক্তি, যেটির মাধ্যমে একজন গ্রাহক কোনো ছবি আপলোড করে নিজের বন্ধুকে চিহ্নিত করেন। মামলার নথিতে বলা হয়েছে, ফেসবুকের এমন প্রযুক্তি ইলিনয়স অঙ্গরাজ্যের আইনের লঙ্ঘন।

এ বিষয়ে ফেসবুক জানায়, তারা রুলিংটি পর্যালোচনা করছে। ফেসবুকের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, আমরা এখনও বিশ্বাস করি যে এই মামলার কোনো ভিত্তি নেই। আমরা সাহসিকতার সঙ্গে এর মোকাবেলা করবো।

এমন সময় আদালতের এই সিদ্ধান্ত এলো যখন কয়েক দিনই আগে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন।

চলতি সপ্তাহে সান ফ্রান্সিসকোতে তিনি ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট আন্দ্রুস আনসিপের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।

কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসুবকের গ্রাহকদের তথ্য চুরির ঘটনায় সারা বিশ্বের শোরগোল পড়ে যায়। তবে এই মামলাটি আরও আগে করা হয়েছে। ২০১৫ সালে বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে ফেসবুক ব্যবহারকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল।

উল্লেখ্য, ২০১১ সালে এই ফেসিয়াল রিকগনিশন বা ট্যাগ সাজেশন্স প্রযুক্তি চালু করে ফেসবুক।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh