• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুক কেলেঙ্কারির আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো মার্কিন সরকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৭ মার্চ ২০১৮, ১২:১১

মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ফেসবুকের তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনাটি তদন্ত শুরু করেছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএনএ’র।

ফেডারেল ট্রেড কমিশনের ব্যুরো অব কনজিউমার প্রটেকশনের ভারপ্রাপ্ত পরিচালক টম পাহল বলেন, এফটিসি ফেসবুকের প্রাইভেসি প্র্যাকটিস সম্পর্কে সম্প্রতি প্রকাশিত সংবাদ রিপোর্টগুলোকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে। ফেসবুকের এইসব প্র্যাকটিস নিয়ে আমরা একটি উন্মুক্ত নন পাবলিক তদন্ত শুরু করতে যাচ্ছি।

গত সপ্তায় সিএনএন জানায়, এফটিসি ফেসবুককে প্রশ্ন সম্বলিত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সোশ্যাল মিডিয়া কোম্পানিটির কাছে জানতে চাওয়া হয়েছে, পাঁচ কোটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছে গেলো।

--------------------------------------------------------
আরও পড়ুন: আরও বড় অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে
--------------------------------------------------------