• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনে বন্ধ স্কাইপ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ১১:৪৩

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও গুগলের পর এবার স্কাইপ নিষিদ্ধ করা হলো চীনে। অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মঙ্গলবার থেকে স্কাইপের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, তাদের অ্যাপ স্টোর থেকে আর স্কাইপ ডাউনলোড করতে পারবে না চীনের নাগরিকরা। বেশ কয়েকটি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ দেশের সাইবার আইন মেনে চলছে না। তাই দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে তা বন্ধের দাবি জানানো হয়।

স্কাইপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হবে।

নিষিদ্ধের পরও দেশটির অনেকের স্কাইপ চালু রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভিপিএন দিয়ে ফেসবুক, টুইটার, স্কাইপসহ অন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছে চীনের জনগণ।

এজন্য দেশটির সরকার ইন্টারনেট থেকে সব ভিপিএন অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় এই অ্যাপের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা শুরু হয় অক্টোবর থেকে।

কে/এপি

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
X
Fresh