• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যেসব কারণে স্মার্টফোনে আগুন লাগে 

প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৬
যেসব কারণে স্মার্টফোনে আগুন লাগে 
ছবি সংগৃহীত

ইদানিংকালে স্মার্টফোনে অহরহ আগুন লাগার ঘটনা ঘটছে। তবে কী কারণে স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটছে তা অনেকে কাছে অজানা। চলুন জেনে নেই কী কারণে স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটে।

থার্ড পার্টি ব্যাটারি ব্যবহার
স্মার্টফোনে আগুন লাগার অন্যতম কারণ হলো থার্ড পার্টি ব্যাটারির ব্যবহার। এজন্য ফোনের আসল ব্যাটারি ছাড়া অন্য ব্যাটারি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

গাড়ির চার্জ অ্যাডাপ্টরের ব্যবহারে
গাড়িতে থাকা চার্জ অ্যাডাপ্টরের পরিবর্তে পাওয়ার ব্যাঙ্ক থেকে স্মার্টফোনে চার্জ দিন। কারণ গাড়িতে থাকা বেশিরভাগ চার্জ অ্যাডাপ্টরই হয় থার্ড পার্টির। তাই এগুলি ব্যবহার না করাই উচিত।

মাত্রাতিরিক্ত চার্জ
মোবাইল কখনও অতিরিক্ত সময় ধরে চার্জে রাখবেন না। সারারাত চার্জ দিয়ে একশো পারসেন্ট করার দরকার নেই। নব্বই পারসেন্টের পরে চার্জ খুলে দিলে ডিভাইস ভালো থাকার সম্ভাবনা বেড়ে যায়।

ত্রুটিপূর্ণ মোবাইল ব্যবহার
সবসময়েই ডিভাইস পড়ে গিয়ে ক্র্যাক খেলে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। প্রথমে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। কেননা, ডিসপ্লে বা বডিতে পানি ঢুকে গেলে ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যাবে। এই ধরনের ফোন ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।

ডুপ্লিকেট চার্জার ব্যবহারে
স্মার্টফোনে ডুপ্লিকেট চার্জার ব্যবহারের থেকে বিরত থাকতে হবে। কারণ এ চার্জারে ব্যাটারির ক্ষতি হয়ে ফোনে আগুন ধরতে পারে।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh