• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দুই মাস পর হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে 

প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯
দুই মাস পর হোয়াটসঅ্যাপ চলবে না যে ফোনে 
ছবি: সংগৃহীত

আর মাত্র দুই মাস। এরপরই নতুন নিয়ম অনুযায়ী একাধিক ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং সুবিধা। ১ নভেম্বর থেকেই চালু হবে নতুন এই নিয়ম।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ফলে যারা এ ধরনের পুরাতন মডেলের ফোন ব্যবহার করছে তারা আগামী নভেম্বর থেকে আর হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ব্যবহার করতে পারবে না। তাদের ক্ষেত্রে নতুন ফোন ক্রয় করতে হবে।

একনজরে দেখে নিন, কোন ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সোনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এক্স প্লাস।

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ-এর নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা দেখা দেয়। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। যদিও হোয়্যাটসঅ্যাপ-এর দাবি, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বিভ্রাটের অভিযোগ
নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
মামলা করলেন বিদ্যা বালান
ইসির হোয়াটসঅ্যাপে যাবে ভোটের ফল
X
Fresh