• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অসামাজিক ভিডিও আপ করলে ডিলিট করবে টিকটক

প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২১, ১৫:৫৪
অসামাজিক ভিডিও আপ করলে ডিলিট করবে টিকটক
ছবি: রয়টার্স থেকে

সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক, ভিডিও শেয়ার করার ক্ষেত্রে নতুন এক নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কেউ টিকটকের নির্দেশনা অনুসরণ না করে যদি নীতি বহির্ভূত ভিডিও আপলোড করে তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বর্তমানে টিকটকে আপকরা ভিডিওগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে কোনো আপত্তিকর কিছু পাওয়া গেলে তা ডিলিট হবে যাবে। এরপর ডিলিট সংক্রান্ত কারণ ব্যবহাকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

টিকটকের মালিক বাইটডান্স সংস্থাটি জানায়, এখন থেকে প্রাপ্ত বয়স্কদের নগ্নতা, যৌন বিষয়ক কর্মকাণ্ড এবং অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও সরিয়ে দেওয়া হবে।

বিশ্বব্যাপী টিকটক এবং ফেসবুকের বিরুদ্ধে অসামাজিক ভিডিও ছাড়ানোর অভিযোগ রয়েছে।

সূত্র: রয়টার্স

জেএইচ


মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh