• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আইটিতে আরও ১০ লাখ কর্মসংস্থান হচ্ছে

আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ১৯:৪৪
আইটিতে ১০ লাখ কর্মসংস্থান, আরও ১০ লাখ যুক্ত হচ্ছে

ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বেশ অগ্রগতি হয়েছে। ইতোমধ্যেই তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে, চলতি বছরে (২০২১ সাল) নতুন করে আরও ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরার সময় তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রী বলেন, আইটি সেক্টরে দ্রুতগতিতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। চলতি বছরের পাঁচ মাস শেষ হয়েছে হাতে রয়েছে বাকি সাত মাস। দেখা যাবে বছর শেষে নতুন করে আরও ১০ লাখ তরুণ-তরুণী তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত হয়েছেন।

বর্তমানে দেশের জনসংখ্যার ৫০ শতাংশের বেশি তরুণ হওয়ায় অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় আছে বলে দাবি অর্থমন্ত্রীর।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, এই হার উন্নত বিশ্বে ২০-২৫ শতাংশের বেশি নয়। প্রতিবছর প্রায় ২০ লাখেরও বেশি মানুষ শ্রমবাজারে অন্তর্ভুক্ত হচ্ছে। চলমান চতুর্থ শিল্প বিপ্লব দেশে-বিদেশে দক্ষ জনশক্তির জন্য নতুন নতুন কর্মসংস্থানের অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
শাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব
দেশে কওমি মাদরাসা থাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশ পাঠাতে চায় সরকার
X
Fresh