• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শূন্য থেকে পূর্ণ চার্জ মাত্র ৮ মিনিটে 

আরটিভি নিউজ

  ৩১ মে ২০২১, ১৮:৩৫
শূন্য থেকে পূর্ণ চার্জ মাত্র ৮ মিনিটে 
শূন্য থেকে পূর্ণ চার্জ মাত্র ৮ মিনিটে 

স্মার্টফোনে চার্জ নেই বা চার্জ কম আছে। বেশি সময় ধরে ব্যবহার করা যাবে না। এসব নানাবিধ সমস্যা সমাধানের দাবি করছে শাওমি।

চীনা প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে, দ্রুততম সময়ে শূন্য থেকে শতভাগ চার্জ হবে স্মার্টফোনে। চার্জিং কেবল ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি—দুটির ক্ষেত্রেই এমন দাবি করেছে তারা।

৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ‘মি ১১ প্রো’ মডেলের স্মার্টফোনের ওপর পরীক্ষা চালিয়েছে শাওমি। ২০০ ওয়াটের ‘হাইপারচার্জ’ সিস্টেমে স্মার্টফোনটি পূর্ণ চার্জ হতে সময় নিয়েছে ৮ মিনিটের কাছাকাছি। আর ১২০ ওয়াটের তারহীন চার্জিং ব্যবস্থায় সময় লেগেছে ১৫ মিনিটের মতো।

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বরাবরই চার্জ করার গতি নিয়ে প্রতিযোগিতায় নামে এবং সেগুলোর রেকর্ড ভাঙার খবর শোনা যায়।

যেমন বছর দুয়েক আগে ১০০ ওয়াট চার্জিং সিস্টেমে ১৭ মিনিটে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পূর্ণ চার্জ করার ঘোষণা দিয়েছিল শাওমি। তবে গত বছর ‘মি ১০’ আলট্রা বাজারে এলে দেখা গেল সেটি ১২০ ওয়াটে পূর্ণ চার্জ হতে ২৩ মিনিট সময় নিচ্ছে। অবশ্য সে স্মার্টফোন কিছুটা বড়, সাড়ে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল তাতে।

সূত্র: দ্য ভার্জ

এমআই

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে সামরিক ব্যয়ের রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
অধিনায়ক বাবরের অনন্য রেকর্ড
রত্না-আলেকজান্ডারের নতুন রেকর্ড
X
Fresh