• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গুগলে ফ্রি ছবি রাখার দিন শেষ, ১ জুন থেকে গুনতে হবে টাকা

তথ্য-প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৭:১৮
গুগল ফটোস ব্যবহার করতে গুণতে হবে টাকা!
গুগল ফটোস ব্যবহার করতে গুণতে হবে টাকা!

দীর্ঘদিন ব্যবহারকারীদের ফ্রি সেবা প্রদান করলেও এবার ফ্রি সেবা বন্ধ করতে যাচ্ছে গুগল। গুগল ফটোসের ক্লাউড স্টোরেজে আগামী ১ জুন থেকে আর ফ্রি কোনো ছবি বা ডকুমেন্ট রাখা যাবে না। ফ্রি সেবার এই সুবিধা জুনের প্রথম দিন থেকে শেষ হচ্ছে। রোববার (৯ মে) জি-নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

ব্যবহারকারীরা এতদিন ফ্রিতে গুগল ফটোসের সুবিধা পেত। কিন্তু জুন থেকে ব্যবহারকারীকে এই সুবিধা পেতে প্রতি মাসে ১৪৬ টাকা প্রদান করতে হবে। আর একবারে পুরো বাৎসরিক সাবস্ক্রিপশন নিলে গুণতে হবে ১৪৬৪ টাকা।

প্রসঙ্গত, এই চার্জ কেবল নতুন ফটো-ভিডিও সংরক্ষণ করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে পুরনো ফটো-ভিডিও আগের মতোই সংরক্ষিত থাকবে ব্যবহারকারীর গুগল ফটোসে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
জিমেইলকে টেক্কা দিতে আসছে মাস্কের এক্সমেইল 
X
Fresh