• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০১টি ভুয়া আইডি নিয়ে দুশ্চিন্তায় ওবায়দুল কাদের

আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৭:৪২
২০১টি ভুয়া আইডি নিয়ে দুশ্চিন্তায় ওবায়দুল কাদের

ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ভুয়া আইডি খুলে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন কিছু অসাধুচক্র। আর সেই চক্রের মধ্যে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার নিজের নামে ২০১টি ভুয়া ফেসবুক আইডি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (১ মে) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ভুয়া আইডির বিষয় তুলে ধরেন তিনি।

কাদের বলেন, সম্প্রতি আমার নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।

আমার ফেসবুক আইডি ভেরিফায়েড। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি কিংবা কোনো কমেন্টের বিষয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh