• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের প্রথম টুইটের দাম কত জানেন?

তথ্য-প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২১, ১৮:৫২
Do you know the price of the world's first tweet?, rtv
বিশ্বের প্রথম টুইটের দাম কত জানেন?

ঠিক ১৫ বছর আগে চালু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ২০০৬ সালের ৬ মার্চ টুইটারে প্রথম টুইট করেছিলেন টুইটারের সিইও জ্যাক ডোরসে। আর সেই টুইটটি এবার নিলামে উঠলো।

মঙ্গলবার (২৩ মার্চ) এবিএস-সিবিএন নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। বিশ্বের প্রথম টুইটটি নিলামে দাম উঠেছে ২৪ কোটিরও বেশি টাকা (২.৯ মিলিয়ন)। জানা গেছে এই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন টুইটারের প্রতিষ্ঠাতা। আর টুইটটি কিনেছেন সিনা স্ট্যাভি নামের এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকল নামের একটি কোম্পানির সিইও।

জ্যাক ডোরসে প্রথম টুইটে কী লিখেছিলেন? কেনোই বা এর নিলাম মূল্য এতো টাকা, প্রশ্ন থাকতেই পারে। তিনি লিখেছিলেন, জাস্ট সিটিং আপ মাই টুইটার (just setting up my twttr)। ভ্যালুঅ্যাবলস নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে টুইটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যাক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টুইটটি খুবই মূল্যবান। কেননা এখানে রয়েছে প্রতিষ্ঠাতার স্বাক্ষর।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর
ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী, শীর্ষে কে?
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির টুইট
শিষ্যকে বোতলের জন্য জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী
X
Fresh