• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট, আধা ঘণ্টা পর স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ০৯:১৩
WhatsApp and Instagram crashed worldwide
সংগৃহীত

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চরম বিভ্রাটের মধ্যে পড়েছিল শুক্রবার রাতে। এই মেসেজিং অ্যাপের সেবা আধ ঘণ্টারও বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ওই সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও মেসেজ, ছবি বা ভিডিও পাঠাতে পারেনি এর ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ ছাড়াও ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও একই সমস্যা দেখা দিয়েছিল। তবে ঠিক কি কারণে এসব সেবা বন্ধ হয়ে গিয়েছিল তা শুক্রবার রাত পর্যন্ত জানা যায়নি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

ডাউনডিটেক্টর নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হোয়াটসঅ্যাপে সমস্যা শুরু হয়। রাত সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত বিশ্বের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

একই সময় লাখ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীও সমস্যায় পড়েন। তবে কিছুক্ষণ পর এই অ্যাপগুলোর সেবা ফের স্বাভাবিক হয়।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেরও সেবা বিঘ্নিত হয়। মার্ক জাকারবার্গের মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের সেবায় বিভ্রাটের পর অনেকেই ক্ষোভ জানিয়ে টুইট করে। তবে ঠিক কি কারণে হোয়াটসঅ্যাপসহ এই ৩টি অ্যাপের সেবা বন্ধ হয়ে যায় তা নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
নাটোরে ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নোবিপ্রবি শিক্ষার্থীরা
X
Fresh