Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

গুগলে বিনামূল্যে ফটো রাখার সুবিধা থাকছে না

#আরটিভি #আরটিভিনিউজ #ছবি
আরটিভি নেউজের সংগৃহীত ফাইল ছবি

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের মেইলিং সার্ভিস জিমেইলের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির নতুন নিয়মের কারণে আগামী জুন মাস থেকে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামী জুন থেকে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধাও তুলে নেয়া হবে।

নতুন নীতি অনুযায়ী ২ বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইনঅ্যাকটিভ রয়েছে, সেগুলো পুরোপুরি ডিলিট করে দেয়া হবে। তবে এ নিয়ম কার্যকরের আগে ইমেইলে জানিয়ে দেয়া হবে।

আরো পড়ুন… টিকটকের মতো নতুন সুবিধা নিয়ে এলো ফেসবুক

গুগলের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা আর বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহার করতে পারবেন না। এছাড়া যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেইল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস এবং জ্যামবোর্ড ফাইলস ২ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি, তাদের সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হবে।

এমকে

RTV Drama
RTVPLUS