• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেসবুক পেজ নিয়ে যা বললেন ‘দ্য ফিনিশার’ নাসির

আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০২
ক্রিকেটার নাসির হোসেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়কার নিয়মিত খেলোয়াড় ফিনিশার নাসির হোসেন। শুধু ব্যাটম্যান হিসেবে ভাল খেলতেন তাই নয়, বলার হিসেবেও মাঝে মাঝে দূরদান্ত পারফরম্যান্স করতেন। সেই নাসির হোসেনকে নিয়ে কয়েকদিন ধরে ক্রিকেট খেলার মাঠে নয়, সমালোচনার ঝড় চলছে তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। অল-রাউন্ডার ক্রিকেটার নাসির ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে তুমুল আলোচনা-সমালোচনা। নাসিরের নামে একাধিক ফেসবুক একাউন্ট ও পেজ থেকেও এব্যাপারে নানা তথ্য প্রচার করা হয়েছে।

আরও পড়ুন : তামিমার পাসপোর্ট ও ডিভোর্স পেপারের ঠিকানা ভুয়া!

এবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এ ক্রিকেটার। ‘Nasir Hossain’ নামে একটিই অফিসিয়াল পেইজের কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া তার অন্য কোনও আইডি বা পেজ এবং তার স্ত্রী তামিমারও কোনও ফেসবুক আইডি বা পেইজ নেই বলে উল্লেখ করেন নাসির।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ শুক্রবার নাসির হোসেন ঘোষণা দেন, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, শুভার্থী ও ভক্তবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য আমি পুনরায় বিশেষভাবে জানাচ্ছি যে, আমার এই ফেসবুক পেজ ব্যতীত অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট/প্রোফাইল/পেজ নেই। আমার স্ত্রী তামিমা সুলতানারও কোনো ফেসবুক অ্যাকাউন্ট/প্রোফাইল/পেজ নেই। অত্র ফেসবুক পেজটিই আমার অফিশিয়াল এবং একমাত্র ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ ব্যতীত অন্য যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ নকলভাবে/ জালিয়াতির মাধ্যমে আমার অথবা আমার স্ত্রীর নামে তৈরি করা হয়েছে বা বর্তমানে বিদ্যমান আছে সেইগুলি সমস্তই নকল/জাল, যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রতারণার মাধ্যমে আমাদের লাঞ্ছিত ও অপদস্ত করা। আমাদের নামে সৃজিত সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/প্রোফাইল/পেইজ থেকে যেসমস্ত বিভ্রান্তিকর তথ্য/স্ট্যাটাস আপনাদের কাছে প্রকাশ/শেয়ার করা হচ্ছে তার সমস্তই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

আরও পড়ুন : বিসিএস পরীক্ষা কাল হলো চিকিৎসক দম্পতির

তিনি আরও লেখেন, এমতাবস্থায় আমি আমার সকল বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা অনুগ্রহপূর্বক সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রদানকৃত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস বিশ্বাস করবেন না এবং উক্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস শেয়ার করবেন না। এই ফেসবুক পেইজ ব্যতীত আমাদের নামে সৃজিত সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রকাশকৃত/পরিবেশনকৃত কোনো বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের জন্য আমি অথবা আমার স্ত্রী দায়ী নই। আমি অথবা আমার স্ত্রী যদি কোনো তথ্য/সংবাদ আপনাদের নিকট প্রকাশ/পরিবেশন করতে চাই তবে আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে অথবা গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে তা প্রকাশ করবে।

এ ছাড়া নাসির হোসেন লেখেন, এই সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতি আপনাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, নেবে ৭১৪ জন
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
X
Fresh