• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আল জাজিরার তথ্যচিত্রটি সরানোর সক্ষমতা নেই বিটিআরসির

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩
আল জাজিরার তথ্যচিত্র সরানোর সক্ষমতা নেই বিটিআরসির

আল জাজিরার তৈরি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে তথ্যচিত্র সরিয়ে ফেলার সক্ষমতা নেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেজন্য তথ্যচিত্র সরিয়ে ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গুগলের কাছে আবেদন করেছে বিটিআরসি। তথ্যচিত্র সরাতে আবেদন করলেও আইনগতভাবে বাধ্য নয় প্রতিষ্ঠান দুটি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (বিটিআরসি) সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, প্রতিষ্ঠান দুটি সেভাবে বাধ্যবাধকতা নেই। তবে তাদের একটা কোড অব কন্ডাক্ট আছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। যেকোন দেশের বিচারালয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন-তাদের কন্ডাক্টের আওতায় আছে। সেই অর্থে একটা নৈতিক বাধ্যবাধকতা তো থাকেই।

তিনি আরও বলেন, আল জাজিরার তথ্যচিত্রটি ইউটিউব, টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পরছে। এগুলো সরানোর সক্ষমতা বিটিআরসির নেই। এ সক্ষমতা অন্য দেশেরও নেই। হাইকোর্টের নির্দেশের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনজীবী সনদ ফেসবুকের কাছে পাঠিয়ে দিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপিও দ্রুত পেয়ে যাব বলে আমরা আশা করছি। সেটি পেলে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, আমেজ নেই এফডিসিতে
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
X
Fresh