• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে বিপদে ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২০, ১৭:৫০
Facebook Messenger
ফেসবুক ম্যাসেঞ্জার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। মোবাইল ফোন কিংবা ল্যাপটপ-ডেস্কটপ সংস্করণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বে একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায় বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রথমে এই সমস্যা দেখা দিয়েছিল। তবে আজ এই সমস্যা ব্যাপক হারে বেড়েছে।

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। দেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন।

প্রথমে দেখা গিয়েছিল, বাংলায় টেক্সট করলে তা জিজ্ঞাসার চিহ্নে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে ইংলিশে লিখলে এই সমস্যা থেকে মুক্তি মিলছিল। তবে মাঝেমধ্যে কানেকটিং... লেখাও দেখা যাচ্ছে।

আইটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ম্যাসেজিং সিস্টেমে সমস্যা থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে যারা ফেসবুক কেন্দ্রীক অনইলাইন ব্যবসা করেন তাদের সমস্যাটা বেশি হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh