• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিশুর হাতে স্মার্টফোন দিয়ে দূরে বসে নিয়ন্ত্রণ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২০, ১৫:৫১
Smartphone in baby's hand
শিশুর হাতে স্মার্টফোন

তথ্যপ্রযুক্তির এই যুগে শিশুরা জন্মের পর থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিতি পাচ্ছে। কিন্তু শিশুরা অনেক সময় অতিরিক্ত মোবাইল ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তবে এবার হয়তো অভিভাবকরা কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। কারণ সম্প্রতি এক ফিচার নিয়ে হাজির হয়েছে গুগল প্লে।

এই ফিচারের মাধ্যমে ফোনের কাছে না থেকেও দূর শিশুদের স্মার্টফোন লক করে দিতে পারবেন অভিভাবকরা। গুগল ফ্যামিলি লিংক নামে ফিচারটির মাধ্যমে এখন শিশুদের মোবাইলে ডেটা লিমিট, লক হওয়ার সময় অ্যাপ ব্লক বা অ্যাপ্রুভ সব করা যাবে দূর থেকে।

আপনার শিশু গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে কোন কোন অ্যাপ ডাউনলোড করছে তাও নিয়ন্ত্রণ করতে পারবেন। ১৩ বছরের নিচের শিশুদের মোবাইলে গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে।

১৩ বছরের বেশি বয়সের কিশোরদের ক্ষেত্রে গুগল ফ্যামিলি লিংক ব্যবহার করলে ওই কিশোরের অনুমতি প্রয়োজন। অভিভাবক ও শিশুর মোবাইলকে একে অপরের সঙ্গে লিংক করাতে হবে এবং দুজনকেই একটি পাসওয়ার্ড দেয়া হবে। ওই পাসওয়ার্ড দিয়েই মোবাইল নিয়ন্ত্রণ করা যাবে। পাসওয়ার্ড বদলালেই নোটিফিকেশন যাবে অভিভাবকের কাছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh