• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেকনিক্যাল সমস্যায় ইউটিউব, সমাধান করলো গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ১৯:৪৮
বিভিন্ন সোশ্যাল মিডিয়া
বিভিন্ন সোশ্যাল মিডিয়া

পুরো বিশ্বে টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়েছিল বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং সেবাদানকারী প্রতিষ্ঠান ইউটিউব। পরে সমস্যা সৃষ্টিকারী ‘গ্লিচ’ এর সমাধান করেছে গুগল।

অনলাইন প্রবলেম এনালাইজিং প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুসারে, ইউটিউবের এই গ্লিচ এর ফলে ব্যবহারকারীরা ইউটিউবের কোনো ভিডিও দেখতে পাচ্ছিলো না। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৬৮ হাজার ৩শত ৬১ জন ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, বুধবার ভোর ৫টা ৪৩ নাগাদ এই সমস্যা শুরু জয়। পরে বুধবারের শেষের দিকে এই সমস্যা ঠিক হয়। তবে এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি ইউটিউব।

শুধু গুগল একটি টুইট বার্তায় জানিয়েছে, এই সমস্যার কারণে আমরা খুবই দুঃখিত। এখন থেকে সব ধরনের ডিভাইসে ইউটিউব সেবার সমস্যাটি সমাধান করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবের মাসিক ব্যবহারকারী সংখ্যা প্রায় দুইশ’ কোটি।

আর এস/জিএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’
ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ-তরুণীর আত্মহত্যা
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
গুজব প্রতিরোধে প্রয়োজনে ফেসবুক-ইউটিউব বন্ধ করবে সরকার
X
Fresh