• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অ্যাপলের নতুন মাস্ক ইমোজিতে লুকিয়ে আছে একটি হাসি

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৮:০৬
মুখোশ ইমোজিটি

অ্যাপলের নতুন আপডেট ১৪.২ খুব শিগগির বাজারে আসছে। নতুন এই আপডেটে থাকছে মুখোশ ইমোজিটি। এই মাধ্যমটি সাধারণত চিকিৎসার ক্ষেত্রে বা অসুস্থ ব্যক্তিকে প্রতিনিধিত্ব করবে।

অ্যাপলের নতুন আইওএস ১৪.২ আপডেটে ইমোজিটির চেহারা পরিবর্তন এনেছে ইমোজিপিডিয়া তথ্য অনুসারে।

নতুন মুখোশ ইমোজিটি হচ্ছে হাসি মুখ ইমোজির অনুলিপি বা অনুরূপ। নতুন আপডেটে দেখা যাবে মুখোশ ইমোজিটিতে হাসি মুখের উপর মাস্ক পরা, যা দেখে মনে হয় না সে কষ্টে আছে, বরং দেখে মনে হবে সে উৎফুল্ল।

তবে নতুন এই আপডেট সম্পর্কে অ্যাপল থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।

ইমোজিপিডিয়া তথ্য অনুসারে মাস্ক ইমোজিটি প্রথম ২০০৮ সালে আইওএস এবং ২০১২ সালে অ্যান্ড্রয়েড ফোনে যুক্ত হয়েছিল।

এস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
অ্যাপলের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র
ফোল্ডিং আইফোন তৈরি করবে অ্যাপল
নিরাপত্তাঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা 
X
Fresh