• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে একসঙ্গে চ্যাট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২০, ১৪:৩৩
Opportunity to chat together with friends on Messenger and Instagram
মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে একসঙ্গে কথোপকথনের সুযোগ

বড় সুযোগ আনছে ফেসবুক। মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এক হচ্ছে। এখন থেকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যাবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেসেঞ্জারে থাকা বন্ধুদের সঙ্গে কথোপকথন করতে পারবেন। আর মেসেঞ্জার ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন।

সম্প্রতি এক ব্লগে এমনটাই জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।

এই সুবিধা পেতে হলে প্রথমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মেসেঞ্জারের সঙ্গে সিঙ্কোনাইজ করতে বলা হবে। চ্যাট বক্সের রং পরিবর্তন থেকে শুরু করে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো, একসঙ্গে ভিডিও দেখা, নির্দিষ্ট সময় পর মেসেজ ডিলিট করে দেওয়ার মতো বেশ কিছু নতুন সুবিধা আসবে। তবে ইনস্টাগ্রামে নতুন সুবিধা ব্যবহারের আগে ব্যবহারকারীর কাছ থেকে অনুমতি চাওয়া হবে।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই সুবিধা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে পরিষেবাটি বন্ধ করে রাখা যাবে।

সূত্র- জিনিউজ

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থবার মা হলেন গ্যাল গ্যাডোট
‘প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে ফেসবুক’
এক ঘণ্টা বন্ধ থাকার কারণ জানালো ফেসবুক
এক ঘণ্টায় ফেসবুকের কত ক্ষতি হলো?
X
Fresh