• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে বাংলাদেশি কনটেন্ট দেখাশোনা করতে কর্মকর্তা নিয়োগ

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৯
facebook, tele,
সাবনাজ রশিদ দিয়া

ফেসবুকে বাংলাদেশি বিষয়ক কনটেন্ট দেখাশোনা করতে ও যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাভাষী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল বৈঠক করেন। এ সময় ফেসবুকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তার নাম সাবনাজ রশিদ দিয়া। এখন থেকে যে কোনো বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।

তিনি বলেন, কনটেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দেওয়া হয়েছে। সেজন্য এখন থেকে সঙ্গে খুব সহজে যোগযোগ রক্ষা করা যাবে এবং যে কোনো বিষয়ে দ্রুত সাড়া পাওয়া যাবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh