logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

প্রকাশ্যে এলো  Realme X7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন! 

  তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৩ আগস্ট ২০২০, ১৯:৩০ | আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১২
Realme X7 Pro, Possible Specifications
Realme X7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন! 
লঞ্চের আগেই প্রকাশ্যে এলো Realme X7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন। চীনে সেপ্টেম্বরের ১ তারিখে লঞ্চ হওয়ার কথা এই স্মার্টফোনের। এতে সম্ভাব্য ৪ হাজার ৫০০ mAh এর ব্যাটারি থাকবে। 

এক নজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন...

চিনের ওয়েবোতে প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ২.৬ GHz এর প্রসেসরের সঙ্গে থাকতে পারে হোল পাঞ্চ ডিজাইন।

ফোনটির পেছনে থাকতে পারে চার ক্যামেরা। এর মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেল ও একটি ৮ মেগাপিক্সেল এবং দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোনটির ওজন হতে পারে ১৮৪ গ্রামের মতো। স্মার্টফোনটির রঙ কালো, সাদা ও বেগুনি।

স্মার্টফোনটির স্ক্রিনের মধ্যে থাকতে পারে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড ১০ এর সুবিধা মিলতে পারে এই ফোনে। ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ROM-সহ বাজারে আসতে পারে এই ফোন। 

সূত্র-জিনিউজ। 
জিএ 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়