• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘরে বসে কাজ করায় স্যামসাং’র আয় বেড়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ১৮:২১
Samsung, revenue, growth
স্যামসাং’র লোগো।

করোনাভাইরাসের সংকটময় সময়ে অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করে। বিশ্বের লাখ লাখ মানুষের ঘরে বসে কাজ করার চাহিদা পূরণে বেশি বিক্রি হয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স পণ্য। ফলে বিগত বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় এই কোম্পানিটি গত বছরের তুলনায় লাভ বেড়েছে ২৩ শতাংশ।

বলা হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে গুগল, টুইটারের পাশাপাশি অনেক প্রযুক্তি নির্ভর কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ করে দেয়। ফলে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বাড়তে থাকে এবং ব্যবসায়ীক মন্দা অবস্থায় স্যামসাং এর আয় বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কম্পিউটার চিপ। যা বিশ্ব বাজারে ধাক্কা দিয়েছিল।

এমনকি ডেটা সেন্টারগুলো ঘরে বসে কাজ করার ফলে তাদের কাজের সক্ষমতা বাড়িয়েছে।

আরও পড়ুন :এবার মোবাইলফোন বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে


জিএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
‘রেকর্ড স্টোর ডে’তে এবারও বিশেষ আয়োজন
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ
X
Fresh