• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে ব্যবহার করবেন ফেসবুক ‘রুম’

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ২১:০৮
Facebook ‘Room’, Rules of Use
ফাইল ছবি।

বর্তমানের অন্যতম আলোচিত বিষয় ফেসবুক ‘রুম’। ম্যাসেঞ্জার রুম নামে ভিডিও কলের নতুন ফিচার নিয়ে আসলো ফেসবুক। এই প্ল্যাটফর্ম দিয়ে মোবাইল ও কম্পিউটার থেকে যুক্ত হওয়া যাবে গ্রুপ ভিডিও কলে। প্রাথমিক অবস্থায় একটি ম্যাসেঞ্জার রুমে সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারবেন। এখানে মিটিংয়ের জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করা নেই। যতক্ষণ প্রয়োজন এই মিটিং চালিয়ে নেয়া সম্ভব। কারা কারা যুক্ত হতে পারবেন, তা ঠিক করতে পারবেন রুম ব্যবহারকারী।

যেভাবে ব্যবহার করবেন ফেসবুক ‘রুম’

প্রথমে প্রয়োজন হবে ফেসবুক এবং ম্যাসেঞ্জারের সর্বশেষ ভার্সন। যদি সেটি না থাকে তবে গুগল প্লে-স্টোর থেকে নামিয়ে নিন।

  • আপনার মেসেঞ্জারে যান
  • People tab বাটনে ক্লিক করুন। এটি স্ক্রিনের নিচে ডানে রয়েছে।
  • Create a Room অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দের বন্ধুদের যুক্ত করুন।
  • যাদের ফেসবুক একাউন্ট নেই তাদেরও যুক্ত করতে পারবেন, আপনি ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার ম্যাসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে দিন।
  • লিংক পাওয়া ব্যক্তি আপনার সঙ্গে মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন। ফেসবুক ভিডিও কলের এই অ্যাপসটি WhatsApp এবং Instagram এ যুক্ত করা হবে বলে জানিয়েছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh