• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রমজানে রান্নাঘরকে নতুন করে সাজান লিবিয় নারীরা (ভিডিও)

আরটিভি অনলা্ইন রিপোর্ট

  ১১ জুন ২০১৭, ১৪:২৩

পবিত্র রমজানে আরটিভির নিয়মিত আয়োজন ‘রমজান দেশে দেশে’র আজকের পর্বে থাকছে লিবিয়ায় রমজান ও ইফতার পালনের কথা।

উত্তর আফ্রিকার মুসলিম দেশ লিবিয়া। জনসংখ্যা ৬৪ লাখ ১২ হাজার। গাদ্দাফি যুগের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির সামগ্রিক চিত্র তেমন সুখকর না হলেও পবিত্র রমজান মাসকে বিশেষ অতিথি হিসেবে স্বাগত জানান লিবিয় মুসলমানরা।

রমজান মাসজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও টেলিভিশন অনুষ্ঠানমালায় বেশ পরিবর্তন চোখে পড়ে। মসজিদের মিনারগুলোতে জ্বালানো হয় নতুন বাতি। পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হয় বেশিরভাগ মসজিদেও।

পবিত্র এই মাসে নিজেদের রান্নাঘরকে নতুন করে সাজান লিবিয় নারীরা। চলে নতুন থালা-বাসনে খাবার পরিবেশন।

ইফতার টেবিলে লিবিয়রা রাখেন খেজুর, দুধ, ফলের জুস, মাংস ও ভাত। পাশাপাশি থাকে বাদাম ও মিষ্টি জাতীয় খাবার। এছাড়া ঐতিহ্যবাহী স্যুপ তো থাকেই।

একসঙ্গে অনেকে মিলে সড়কে ইফতার করার রীতিও বেশ পুরোনো।

স্থানীয় জনগণের পাশাপাশি এসবের আয়োজনে থাকে দাতব্য প্রতিষ্ঠানগুলোও।

রমজানকে ঘিরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন লিবিয় মুসলমানরা।

তারাবীহ নামাজে নারী-পুরুষের পাশাপাশি শিশুদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো।

আরকে

মন্তব্য করুন

daraz
  • রমজান এর পাঠক প্রিয়
X
Fresh