• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মে ২০২০, ১২:৩১
Blessings than coronavirus
করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া, ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মহামারি থেকে মুক্তিসহ সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সোমবার সকাল ১০টায় বায়তুল মোকাররম মসজিদে চতুর্থ জামাত শেষে পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম মোনাজাতে বলেন, পুরো বিশ্ব আজ অবরুদ্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। হে আল্লাহ এই মহামারি করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করুন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের সবাইকে শাহদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করার পাশাপাশি দেশ ও পুরো বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের রোগ মুক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

মসজিদে নামাজে নানা বিধিনিষেধ থাকলেও বায়তুল মোকাররমে ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই সারিবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করেন তারা। তবে আগের মতো কুশল বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়নি কাউকে।