• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০২০, ১৫:৪২
Baitul Mukarram
বায়তুল মোকাররম

এবার পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের পাঁচটি জামাত।

আজ শুক্রবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না। বায়তুল মোকাররমে জাতীয় পর্যায়ে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির জন্য মুসল্লিদের বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে জামাত আদায়ের কথা বলা হয়েছে।

জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। প্রত্যেকের বাসা থেকে জায়নামাজ নিয়ে আসতে হবে। নামাজ শেষে কোলাকুলি না করা যাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিট এই পাঁচ সময়ে বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী রোববার (২৪ মে) বা সোমবার (২৫ মে) অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখতে পেলে ফোনে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন
চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
চাঁদ দেখা নিয়ে যা বললো আবহাওয়া অধিদপ্তর
X
Fresh