• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্বাস্থ্যবিধি মেনে এক মাস পর জুমা আদায় করলেন মুসল্লিরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০২০, ১৫:২৩
স্বাস্থবিধি মেনে এক মাস পর জুমা আদায় করলেন মুসল্লিরা
জুমার নামাজে বাইতুল মোকাররম

করোনাভাইরাস মহামারির কারণে মসজিদে জামাতে নামাজ ও জুমা আদায় বন্ধ ছিল। তবে সরকার সেই বিধিনিষেধ তুলে নেয়ায় এক মাসেরও বেশি সময় পর মুসল্লিরা জুমা আদায় করলেন।

আজ শুক্রবার (৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেখা গেছে মুসল্লিরা ভিড়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য বসানো হয়েছে জীবাণুনাশক অটোমেটিক স্প্রে মেশিন।

মসজিদে প্রবেশের আগে সবার হাত ধোয়ানো হয়। সেই সাথে সবাই মাস্ক পরছেন কিনা সেটা নিশ্চিত হয়েই মসজিদে প্রবেশ করতে দেন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। আর ভেতরে নামাজের কাতারও করা হয় নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্বে।

গত ২৩ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজান মাসের তারাবির জামাত সীমিত আকারে আদায়ের জন্য নির্দেশনা দেয়া হয় ধর্ম মন্ত্রণালয় থেকে। এর পর থেকে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ হতো।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত
রমজান মাসে ৪ বিশেষ আমল
কমছে পেঁয়াজের দাম, নেমেছে অর্ধেকে
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh