logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

টেলিভিশন দেখে তারাবি আদায় না করতে ইফার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৯ এপ্রিল ২০২০, ১৭:৫২ | আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:০৭
টেলিভিশন দেখে তারাবি আদায় না করতে ইফার আহ্বান
ফাইল ছবি
টেলিভিশনে দেখে তারাবি বা যেকোনও নামাজ বাসা-বাড়িতে আদায় না করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কোনও কোনও টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচার করা হচ্ছে। যা দেখে অনেকেই নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। আর এটি মানা না হলে নামাজ সহিহ হবে না। তাই টিভি চ্যানেলে দেখে তারাবি আদায় কোনোভাবেই শরিয়তসম্মত হবে না মর্মে বিজ্ঞ মুফতি ও আলেমরা মতামত প্রদান করেছেন।

তাই বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি এড়াতে টিভি চ্যানেলে তারাবি নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমকে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ধর্ম এর সর্বশেষ
  • ধর্ম এর পাঠক প্রিয়