• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসজিদুল হারাম পরিষ্কারে সহায়তা করলেন প্রধান ইমাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৮:১৭
ড. আব্দুলরহমান আল-সুদাইস
আরব নিউজ থেকে নেয়া

করোনাভাইরাসের হানায় থমকে গেছে বিশ্ব। বাদ পড়েনি সৌদি আরবও। সেখানে করোনা হানা দেয়ার পর পবিত্র দুই মসজিদের স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। কিন্তু জীবন থেমে নেই।

এরই মধ্যে গ্র্যান্ড মসজিদ পরিষ্কার করে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। করোনার এমন আবহে তাদের সহায়তায় হাত লাগালেন গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম। পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মিলে গ্র্যান্ড পরিষ্কার করেছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আব্দুলরহমান আল-সুদাইস। খবর আরব নিউজের।

এশার নামাজের আগে কাবা ঘর ও মাকামে ইব্রাহিম জীবাণুমুক্ত করছিল পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় এগিয়ে যান গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম আল-সুদাইসও।

মসজিদুল হারামে করোনার বিস্তার রোধে সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশ মেনে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- নামাজিদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার মতো বিষয়ও।

জেনারেল প্রেসিডেন্সি গ্র্যান্ড মসজিদকে জীবাণুমুক্ত রাখার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে পরিচ্ছন্নতা সেগুলোর একটি। কালো পাথর ও গিলাফও জীবাণুমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে তারা।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ১৮ হাজার ৮১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৪৪ জনের।

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
X
Fresh