• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তারাবির নির্দেশ না মানলে নেয়া হবে আইনগত ব্যবস্থা: মন্ত্রণালয়  

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০২০, ১৩:৪৯
তারাবির নির্দেশ না মানলে নেয়া হবে আইনগত ব্যবস্থা মন্ত্রণালয়  
ফাইল ছবি

মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও দুই জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন রমজান মাসে এশা ও তারাবি’র নামাজে অংশ নিতে পারবেন।

আজ শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা কেউ না মানলে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এছাড়া ইফতার মাহফিলের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবি’র নামাজ আদায় করবেন। এছাড়া রমজান মাসে কোনও ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না।

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সব জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
গোর-এ-শহীদ ময়দানে ৬ লাখ মুসল্লির ঈদের নামাজ আদায়
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
কাবা শরিফে মুসল্লির আত্মহত্যার চেষ্টা
X
Fresh