• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রমজানে শর্ত সাপেক্ষে মসজিদ খুলে দিতে ইমাম পরিষদের আহ্বান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০২০, ১৪:০২
রমজানে শর্তসাপেক্ষে মসজিদ খুলে দিতে ইমাম পরিষদের আহ্বান
ইমাম পরিষদ

রমজান মাসে নামাজ ও ইবাদত করার জন্য শর্ত সাপেক্ষে মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছে মিরপুর শাহআলী থানা ইমাম পরিষদ।

পরিষদের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসেই সবচেয়ে বেশি ইবাদত করে থাকেন।

এগারো মাসের ইবাদতের ঘাটতি পূরণ করে সামনের ১১ মাস সঠিক ভাবে ইবাদত করে গুনাহ থেকে বাঁচার আধ্যাত্মিকতা অর্জন করার জন্য ধর্মপ্রাণ মানুষ এ মাসটিকেই বেছে নেয়।

তাই সর্বস্তরের মুসলিম ভাই বোনদের ইবাদত করার সুযোগ দিতে শাহআলী থানা ইমাম পরিষদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

যে বৈশ্বিক মহামারির জন্য আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মসজিদে নামাজ সীমিত করা হয়েছে। সেই মহামারি থেকে প্রত্যেককে রক্ষা করে শর্ত সাপেক্ষে ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মসজিদে প্রবেশের অনুমতির জন্য সরকারের নিকট ইমাম পরিষদের আহ্বান জানাচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজান মাসে ৪ বিশেষ আমল
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh