• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ঢাকা জোনের বাছাইপর্ব অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪
১০ম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা
আজ রাজধানীর ফকিরাপুলে মছিবাহুল উলুম কামিল মাদ্রাসায় ঢাকা জোনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি অনলাইন

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ঢাকা জোনের প্রাথমিক বাছাইপর্ব শেষ হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর ফকিরাপুলে অবস্থিত মছিবাহুল উলুম কামিল মাদ্রাসায় এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

এতে বিচারক ছিলেন হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আবুল হাসান ও হাফেজ মাওলানা লুৎফর রহমান।

‘আলোর সন্ধানী বন্ধুরা প্রস্তুত হও আমরা আসছি তোমাদের সন্ধানে’ স্লোগান নিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতা গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা অডিশনের মাধ্যমে শুরু হয়। দেশব্যাপী প্রতিযোগিতার বাছাইপর্ব শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি। আর এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হচ্ছে GPH ispat। পাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্ট। আর অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন ইফতারের পূর্বে আরটিভিতে প্রচারিত হবে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব প্রতিযোগিরা ইয়েস কার্ড পেয়েছেন, তাদের আগামীকাল রোববার (১ মার্চ) চূড়ান্ত বাছাইপর্ব বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য- ০১৭২১ ২৯৪ ০২৫- এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

এজে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh