logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন।গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

হিফজুল কুরআন প্রতিযোগিতার মুন্সিগঞ্জ অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫১
হিফজুল কুরআন প্রতিযোগিতা, মুন্সিগঞ্জ অঞ্চল, বাছাইপর্ব
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ অঞ্চলের বাছাইপর্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরের ইসলামপুর ইশাআতুস সুন্নাহ মাদ্রাসায় এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়।

এতে বিচারক ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ মাওলানা মো: হেদায়াত উল্লাহ, হাফেজ মাওলানা লুতফর রহমান।

আলোর সন্ধানী বন্ধুরা প্রস্তুত হও আমরা আসছি তোমাদের সন্ধানেস্লোগান নিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা অডিশনের মাধ্যমে। দেশব্যাপী প্রতিযোগিতার বাছাইপর্ব শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি। আর এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হচ্ছে GPH ispatপাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্ট। আর অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন ইফতারের পূর্বে আরটিভিতে প্রচারিত হবে।

আগামীতে যে স্থানে এই প্রতিযোগিতার অডিশন শুরু হবে।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা-২, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা। যোগাযোগ: ০১৭২১-২৯৪০২৫।

এজে/জিএ

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ১০১১৪৯০ ২১০১৮৬ ৫২৮৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ধর্ম এর সর্বশেষ
  • ধর্ম এর পাঠক প্রিয়