• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৮
হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত
হিফজুল কোরআন প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বাছাইপর্বে এক প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করেন। ছবি: আরটিভি অনলাইন

১০ম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে।

আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার মারকাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মাদরাসায় মাদরাসায় এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

এতে বিচারক ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ক্বারী তারেক জামিল, হাফেজ ক্বারী জসিমউদ্দীন ও মুফতি মো. বুরহানউদ্দীন।

‘আলোর সন্ধানী বন্ধুরা প্রস্তুত হও আমরা আসছি তোমাদের সন্ধানে’ স্লোগান নিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা অডিশনের মাধ্যমে। দেশব্যাপী প্রতিযোগিতার বাছাইপর্ব শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি। আর এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হচ্ছে GPH ispat। পাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্ট। আর অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন ইফতারের পূর্বে আরটিভিতে প্রচারিত হবে।

আগামীতে যেসব স্থানে এই প্রতিযোগিতার অডিশন শুরু হবে।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ইসলামপুর ইশাআতুস সুন্নাহ মাদরাসা, উত্তর ইসলামপুর, মুন্সিগঞ্জ। যোগাযোগ: ০১৯২০-৭৪২১১৪।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা-২, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা। যোগাযোগ: ০১৭২১-২৯৪০২৫।

এজে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh