• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে আমল করলে গোনাহ মাফ পাওয়া যায়

আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২
যে আমল করলে গোনাহ মাফ পাওয়া যায়
ফাইল ছবি

গোনাহ মাফ পেতে ফরজ নামাজের পর বিশেষ কিছু দোয়া পাঠ করুন। যে ব্যক্তি ফরজ নামাজের পর দোয়াগুলো নিয়মিত আমল করবেন, মহান আল্লাহ তায়ালা ওই প্রার্থনাকারীর গোনাহ ক্ষমা করে দেবেন।

গুনাহ মাফের এই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে-

বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহ (৩৩ বার)। আলহাম্দুলিল্লাহ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহূ লা শারীকা লাহু; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার)।

অর্থ : আল্লাহ তায়ালা মহান ও পূতপবিত্র। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন উপাস্য একক আল্লাহ ব্যতীত; তাঁর কোন শরীক নেই। তাঁরই জন্য সমস্ত রাজত্ব ও তাঁরই জন্য যাবতীয় প্রশংসা। তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। (মুসলিম, মিশকাত হা/৯৬৬, ৯৬৭, ‘ছালাত’ অধ্যায়-৪, ‘ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ-১৮)।

রাসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর উক্ত দোয় পড়বে, তার গোনাহ মাফ করা হবে। যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়। (মুসলিম, মিশকাত হা/৯৬৭)।

এস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh