• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৪০ দিন জামাতে নামাজ পড়ে ১৫ কিশোর পেল বাইসাইকেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮
সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার
ফাইল ছবি

সিলেট নগরীর শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ১৫ কিশোর জিতে নিল বাইসাইকেল।

শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতে স্থানীয় তালীমুদ্দীন একাডেমি শিশু-কিশোরদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই কিশোরদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেয়া হয়।

সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে ওই এলাকার ৩৩ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৫ কিশোর।

পরে মঙ্গলবার সেই ১৫ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। সেই ১৮ শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ দেন তারা।

তালিমুদ্দিন একাডেমি সিলেট প্রতিষ্ঠানটি তিনটি শিফটে সব পেশা ও বয়সের মানুষের সহিহ কুরআন শেখানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মৌলিক আকায়েদ, মৌলিক মাসায়েল এবং জীবন যাপনের জন্য ইসলামি আদাব ও নীতিও এর পাঠ্যভুক্ত করেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
গাইবান্ধায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত
বেপরোয়া ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী নিহত
X
Fresh