• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ২১:৫৫
কাউখালী রাস উৎসব শোভাযাত্রা
রাস উৎসব উপলক্ষে শোভাযাত্রা

পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব বুধবার থেকে শুরু হয়েছে।

শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাব উপলক্ষে রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়।

পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।

শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী বুধবার সকালে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এর পর পরই একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের শহড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, কাউখালী থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লাইকুজ্জামান মিন্টুসহ ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিকেলে আশ্রম প্রাঙ্গণে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা তার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ শতাধিক দরিদ্রদের মধ্যে কাপড় বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মোহাম্মদ কাইউম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
নির্বাহী হস্তক্ষেপ বরদাস্ত করবে না পাকিস্তানের আদালত
গৃহকর্মীর মৃত্যু : ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে অব্যাহতি
কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই পেছাল নির্বাচনের তারিখ, বিস্মিত হয়ে মিশার চিঠি
X
Fresh