logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

হজের সরকারি কোটা খালি, নিবন্ধন চলবে ৩০ মে পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ মে ২০১৯, ১১:০৮ | আপডেট : ২২ মে ২০১৯, ১১:২৩
ফাইল ছবি
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের সময়সীমা আরেক দফা বাড়ল।

আগামী ৩০ মে পর্যন্ত শেষবারের মতো নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা এখনও খালি আছে। আগে আসলে আগে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে কার্যক্রম চলছে।

যারা ইতোমধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না, তাদের সরকারি ব্যবস্থাপনায় কোটা খালি সাপেক্ষে আগামী ৩০ মের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকা আশকোনা হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়