• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ইস্টার সানডে আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৯, ১২:০৬

আজ রোববার ইস্টার সানডে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

খ্রিষ্টান ধর্মবিশ্বাস অনুযায়ী এটি খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। বিপথগামী ইহুদিরা গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ করে যিশুখ্রিষ্টকে অন্যায়ভাবে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন।

খ্রিষ্টান ধর্মবিশ্বাস অনুযায়ী- তাই এদিনকে (যিশুখ্রিষ্টের পুনরুত্থান) ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বলা হয়। খ্রিষ্ট ধর্মবিশ্বাসীদের জন্য এটি তাৎপর্যপূর্ণ।

আজকের দিনটিকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করছে তারা। এ উপলক্ষে দেশের সব চার্চে বিশেষ খ্রিষ্টযোগ বা প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।