• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওবন্দ যাবে প্রতিনিধি দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৯, ১১:১৯

তাবলিগ জামাতে চলমান দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে উভয় পক্ষকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার উভয়পক্ষকে নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি সরকার ও তাবলিগের উভয়পক্ষের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের দেওবন্দ মাদরাসায় যাবেন। সেখানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আয়োজন করতে আলোচনা করবেন। দেওবন্দের সিদ্ধান্তের আগে উভয়পক্ষের ইজতেমা বা জোড় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ আরও অনেকে

শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘তাবলিগ জামাতের দুটি অংশের সাথেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন। তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ব ইজতেমা এই মাসের শেষের দিকে হতে পারে। তবে সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করবো একসঙ্গে করার জন্য।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রেতা সংকটে বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি
ইজতেমায় আসা মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু
বিশ্ব ইজতেমায় ৬৫ দেশের ৯২৩১ বিদেশি মেহমান
ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান নাগরিক
X
Fresh