• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৮, ১৮:৩০
ফাইল ছবি

এবারের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, আগামী ১৯ আগস্ট সব প্রস্তুতি শেষ করে ২০ আগস্ট জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

মেয়র জানান, বরাবরের মতো এবারও প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসার জন্য পৃথক স্থান নির্ধারিত থাকবে। এবারও হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি থাকছে ঈদগাহে। তাছাড়া বজ্রপাত প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় এক লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তাদের ওজু ও খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি জরুরি চিকিৎসার একটি মেডিকেল টিম ঈদগাহ মাঠে প্রস্তুত থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়
এইচএসসি পরীক্ষা যে সময়ে হতে পারে
X
Fresh