• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশের প্রধান ক্বারির খেতাব পেলেন শাইখ আহমাদ বিন ইউসুফ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ জুলাই ২০১৮, ১৬:১৩

ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী কে বাংলাদেশের প্রধান ক্বারি হিসেবে নিয়োগ প্রদান করেছে আরব লীগ পরিচালিত ক্বারি সংগঠন ‘ইত্তেহাদুল কুররা আল-আলামিয়াহ’।

সংগঠনের প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা ক্বারি তাকে এই নিয়োগ প্রদান করেন।

ড. আহমাদ নাঈনা জানান, শাইখ আহমাদ বিন ইউসুফের এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্কের নতুন গতি আনবে এবং বাংলাদেশের কুরআন তিলাওয়াতের ময়দানকে আরো সমৃদ্ধ করবে।

স্বাধীনতার পর এ দায়িত্বে থাকা প্রধান ক্বারি, মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহমাতুল্লাহ গত ১৮ এপ্রিল মারা গেলে পদটি শূন্য হয়।এখন শূন্য এ পদে তার বড় সন্তান শাইখ আহমাদ আল আযহারী স্থলাভিষিক্ত হলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাসুলুল্লাহ (সা.) বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন
--------------------------------------------------------

শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী দেশ-বিদেশে অনেক ক্বিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।

শাইখ আহমাদ ইউসুফ ২০০১ সালে বাংলাদেশে দাওরায়ে হাদিস পাশ করেন এবং পরবর্তীতে মিসরের আল-আযহারের মা'হাদুল ক্বিরাত থেকে দীর্ঘ ৮ বছর পড়াশুনা করে ১০ ক্বিরাতের উপর প্রথম বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ সনদ অর্জন করেন।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ-বিদেশের বাউল সাধকদের পদচারণায় মুখর মেঘনার তীর
X
Fresh