• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এশার পর মক্কা থেকে মিনায় যাবেন মুসুল্লিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৭, ১৪:০৮

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে সৌদি আরবে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মানুষ। আজ রাতে এশার নামাজ আদায়ের পর মক্কা থেকে মিনায় যাত্রা করবেন মুসুল্লিরা।

আল্লাহ পাকের মেহমানদের নির্দিষ্ট সময়ে মিনায় পৌঁছাতে পরিবহনসহ সবধরনের সেবা নিশ্চিত করেছে হজ কর্তৃপক্ষ।

কাতারে অবরোধ আর ইয়েমেন যুদ্ধের মতো সংকটের মধ্যেই পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু করছে সৌদি আরব। এরইমধ্যে আল্লাহর মেহমান হয়ে দেশটিতে জমায়েত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মানুষ।

মদিনা থেকে পবিত্র মক্কা নগরীতে ফেরা হজযাত্রীরা মঙ্গলবার রাতেই এশার নামাজ আদায়ের পর পায়ে হেঁটে, বাসে চেপে বা মনোরেলে রওনা হবেন ৫ মাইল দূরের তাবুর শহর মিনায়।