• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ওমরা পালনে টিকা নিয়ে জটিলতার অবসান

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৌদি কর্তৃপক্ষের জটিলতার অবসান ঘটেছে। এখন সিনোফার্মের টিকা নিয়ে যেকোনো ব্যক্তি ওমরা পালনে যেতে পারবেন।

বুধবার (১ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ওমরা পালনে সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না। সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক লোক সিনোর্ফামের টিকা নিয়েছে। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অ্যাকসেপ্ট করছে।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলী, মোকাম্মেল হোসেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
নগ্ন পুরুষদের নিয়ে বিদ্যা বালানের মন্তব্য
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh