Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

২৭ বছর বয়সেই ইতিহাস গড়েছেন যে সুলতান (ভিডিও)

২৭ বছর বয়সেই ইতিহাস গড়েছেন যে সুলতান (ভিডিও)
২৭ বছর বয়সেই ইতিহাস গড়েছেন যে সুলতান (ভিডিও)

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলতান আহমেদ’র কবর ও তার স্মৃতি বিজড়িত মসজিদ। মসজিদটি দেশটির একটি ঐতিহাসিক স্থাপনা। অটোমান সম্রাট প্রথম আহমেদ’র সময় অর্থাৎ ১৬০৯ থেকে ১৬১৯ সালের মধ্যে নির্মাণ করা হয় মসজিদটি। পুরো কমপ্লেক্সটিতে প্রথম আহমেদ’র মাজার, একটি মাদরাসা ও একটি এতিমখানা রয়েছে।

মসজিদে একটি বড় গম্বুজ রয়েছে। যার উচ্চতা ৪২ মিটার এবং ব্যাস ২৩ দশমিক ৫ মিটার। চারটি মিনার রয়েছে, উচ্চতা ২১০ ফিট।

সুলতান আহমেদ ছিলেন অটোমান সাম্রাজ্যের একজন প্রভাবশালী সুলতান। ১৮ এপ্রিল, ১৫৯০ সালে মানিসা প্রাসাদে জন্মগ্রহণ করেন তিনি। যখন তার পিতা শাহজাদ মেহমেদ ছিলেন একজন শাহজাদ এবং মানিসা সানজাক’র গভর্নর।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS