• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিপিএইস ইস্পাত আলোকিত কোরআনে চ্যাম্পিয়ন হাফেজ জিহাদুল (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ১০ মে ২০২১, ২২:১১
জিপিএইস ইস্পাত আলোকিত কোরআনে চ্যাম্পিয়ন হাফেজ জিহাদুল 

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইস ইস্পাত আলোকিত কোরআনে’ এবার চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ জিহাদুল ইসলাম। প্রথম রানার্স আপ হয়েছেন হাফেজ সিয়াম আব্দুল্লাহ। এছাড়া তৃতীয় স্থান অর্জন করে হাফেজ আব্দুল্লাহ আল আমের।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন চর্চার প্রসার ঘটাতেই মাসব্যাপী এই আয়োজন।

আজ সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে একে একে তাদের নাম ঘোষণা করা হয়।

এই মহাগ্রন্থ নাযিলের মাসে এগারো বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএস ইস্পাত আলোকিত কোরআনের আয়োজন করে আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। এতে অংশ নেয়া এক হাজার প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই শেষে সেরা পাঁচজন উঠে আসে গ্র্যান্ড ফিনালে পর্যায়ে।

করোনা পরিস্থিতির কারণে এবারের মাসব্যাপী আয়োজনে সর্বোচ্চ সতর্কতা ও সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমরা আনন্দের সাথে ঘোষণা করতে পারি, এই হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিছু মেধাবী তেলাওয়াতকারীকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এ ব্যাপারে আমরা আন্তরিক সহযোগিতা পেয়েছি এদেশের সেরা ক্বারি ও ইসলামী চিন্তাবিদের যারা বিচারকের আসনে বসে বাছাইয়ের কাজটি করেছেন। তাদের প্রতি আমাদের মোবারকবাদ।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, পবিত্র রমজান মাসব্যাপী আরটিভির এই ‘হিফজুল কোরআন’ প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক মেধাবী তেলাওয়াতকারীকে আপনাদের সামনে পরিচিত করাতে পেরেছি। আশা করি, এই কোরআনে হাফেজগণ তাদের মেধা দিয়ে সমাজে শুদ্ধ ভাবে কোরআন পাঠ চর্চায় অবদান রাখবেন। তাদেরকে আরটিভির পক্ষ থেকে মোবারকবাদ জানাই।

অনুষ্ঠানের অতিথিরা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের হাফেজরা দেশর ভাবমর্যাদা উজ্জ্বল করছে।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আরটিভি সবসময়ই সৃষ্টিশীল কাজ করে থাকে। আলোকিত কোরআন এর এই আয়োজনে উপস্থিত হয়ে শিশুদের কণ্ঠে পবিত্র কালামেপাকের তেলাওয়াত শুনে আমার অন্তর জুড়িয়ে গেছে। সামনের দিনগুলোতেও আরটিভি তাদের সৃষ্টিশীল কার্যক্রমগুলো অব্যাহত রাখবে বলে আমি আশা করি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মোহাম্মদ সা: এর মাধ্যমে আমাদের জন্য কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের হাফেজদের জন্য আরটিভি যে আয়োজন করে যাচ্ছে প্রতি বছর তা সত্যি ভালো একটি কাজ।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, আরটিভি কোরআন এর হাফেজদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে একত্রিত করেছে এটি নিঃসন্দেহে একটি অসাধারণ উদ্যোগ। এর মাধ্যমে তারা আরও উৎসাহিত হবে এবং কোরআনের বাণী মানুষের মাঝে ছড়িয়ে পড়বে।

জিপিএইচ ইস্পাত এর পরিচালক জনাব আশরাফুজ্জামান বলেন, আরটিভি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, আলোকিত কোরআন এতো সুন্দর একটি আয়োজন তারা করে থাকে যা সত্যি অসাধারণ। আমরা আরটিভির সাথে এ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনে হাফেজদেরকে বাছাই করে আজ চূড়ান্ত পর্বে উপনীত হয়েছে। এ প্রতিযোগিতার প্রতিটি সদস্যকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।

প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন হাফেজ হোজাইফ আহমেদ আর পঞ্চম হয়েছেন হাফেজ খলিলুর রহমান মোস্তাকিম।

উল্লেখ্য, দেশের মোট ১৮টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁও এ অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করে সেরা ৩১ প্রতিযোগীদের নিয়ে শুরু হয় মূল রাউন্ড। পুরো আয়োজনে বিচারক হিসেবে সুনিপুণ দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমগণ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh