• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরতুগ্রুল গাজী যেভাবে বিশ্বের বুকে মুসলিম বীর হয়ে ওঠেন (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ২৩:০৮
আরতুগ্রুল গাজী যেভাবে বিশ্বের বুকে মুসলিম বীর হয়ে উঠেন (ভিডিও)
আরতুগ্রুল গাজী যেভাবে বিশ্বের বুকে মুসলিম বীর হয়ে উঠেন (ভিডিও)

অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম সুলতানের পিতা আরতুগ্রুল গাজী। বলা হয়ে থাকে তিনিই অটোমান সাম্রাজ্যের ভিত স্থাপন করে যান। যে কারণে তাকে এখনো মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার নামের শেষে ‘গাজী’ উপাধিটি মুসলমান যোদ্ধাদের দেয়া হয়। যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয়ী হয়ে আসে তাদের দেয়া হয় উপাধিটি।

আরতুগ্রুল আনুমানিক ১১৯১ থেকে ১১৯৮ খ্রিস্টাব্দের কোনো এক সময় আহলাত শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ক্বারী গোত্রের দলপতি। ‘ক্বারী’ শব্দের অর্থ ‘সম্পর্ক দ্বারা যার ক্ষমতা আছে’।

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় সাড়ে ৫শ’ কিলোমিটার দূরে আরতুগ্রুল গাজী’র মাকবারা অবস্থিত। তিনি ছিলেন প্রথম সুলতান উসমান গাজী’র বাবা। আরতুগ্রুল গাজীর মৃত্যু হয়েছিল ১২৮০ খ্রিস্টাব্দে।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
গাজীপুরে ঘরমুখো যাত্রীদের ঢল, তীব্র যানজট 
আম বাগানে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ
X
Fresh