• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাবার পুরানো গিলাফ রয়েছে যে মসজিদে (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২১, ২৩:১৩
কাবার পুরানো গিলাফ রয়েছে যে মসজিদে (ভিডিও)
কাবার পুরানো গিলাফ রয়েছে যে মসজিদে (ভিডিও)

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় দেড় ঘণ্টা সমুদ্র পথ অতিক্রম করে পৌঁছাতে হয় অটোমানদের প্রথম রাজধানী বুরসা’য়। বুরসা এলাকাতেই অবস্থিত ‘উলু মসজিদ’। এটি ৬১৯ বছরের প্রাচীন মসজিদ। অটোমান আমলে নির্মিত ঐতিহ্যবাহী একটি মসজিদ এটি। যে মসজিদটি সুলতান বায়েজিদ প্রথম নির্মাণ করেছিলেন।

অটোমান সাম্রাজ্যের ইস্তাম্বুল সাম্রাজ্য বিজয়ের আগ পর্যন্ত এটিই ছিল তাদের জাতীয় মসজিদ। উলু মসজিদ তাদের কাছে স্মরণীয় হয়ে আছেন সুলতানদের পদচারণায় ধন্য হওয়ার জন্য।

মসজিদটি শুধুমাত্র তুরস্কের জন্য নয়, সারা বিশ্বের জন্য উল্লেখযোগ্য পাঁচটি মসজিদের মধ্যে একটি ছিল এই মসজিদটি। এখান থেকে অটোমান সাম্রাজ্যের শাসন গড়ে উঠেছিল।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
X
Fresh