• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৃদ্ধকালে ইস্তাম্বুল জয় করতে গিয়ে শহিদ হয়েছিলেন যে সাহাবি (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ২২:২৭
বৃদ্ধকালে ইস্তাম্বুল জয় করতে গিয়ে শহিদ হয়েছিলেন যে সাহাবি (ভিডিও)
বৃদ্ধকালে ইস্তাম্বুল জয় করতে গিয়ে শহিদ হয়েছিলেন যে সাহাবি (ভিডিও)

৮৬ বছরের বৃদ্ধ হয়েও কনস্টান্টিনোপল বিজয়ে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন হযরত আবু আইয়ুব আল-আনসারী (রা.)। ৬৭৪ সালে প্রথম যখন মুসলিম বাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য সশস্ত্র অভিযান শুরু করে তখন ৮৬ বছরের বৃদ্ধ হয়েও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।

আবু আইয়ুব আল-আনসারী (রা.)-এর আকাঙ্ক্ষা একটাই, কনস্টান্টিনোপল বিজয়ে যে ভবিষ্যৎ মহানবী (সা.) করেছিলেন তার গর্বিত অংশীদার হওয়া। কিন্তু যুদ্ধের ময়দানেই অসুস্থ হয়ে পড়েন, শায়িত হন মৃত্যুশয্যায়। সহযোদ্ধারা শেষ ইচ্ছা জানতে চাইলে বলেন, কনস্টান্টিনোপলে ঢোকার পথে যেন দাফন করা হয় তাকে।

আবু আইয়ুব আল-আনসারী (রা.)- তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি এলাকায় শায়িত আছেন। তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিলেন। কবিতা লেখার ঝোঁকও ছিল তার। এই সাহাবি ২৯ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর সান্নিধ্যে সময় কাটান।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
X
Fresh